শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার পরীরখাল আলিস্যার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা উপজেলার নয় নম্বর এম বালীয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের আল-আমিনের স্ত্রী।
আহতরা হলেন-নিহত নারীর স্বামী আল-আমিন, ছেলে নাইম ও পথচারী ইব্রাহিম। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে স্ত্রী ও ছেলেকে নিয়ে নিশানবাড়ীয়া থেকে বরগুনা যাচ্ছিলেন আল-আমিন। পথে পরীরখাল আলিস্যার মোড়ে অর্থি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন তার স্বামী, ছেলে এবং পথচারী ইব্রাহিম।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এসআই