শুক্রবার (১৭ মার্চ ) দুপুরে জুমার নামাজের আগে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প সংলগ্ন র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালায় এক যুবক।
ওই ঘটনায় হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়।
ওই কনস্টেবল বলেন, বাইরে এসে দেখি এক যুবকের রক্তাক্ত দেহের পাশে আমার দুই সহকর্মী পড়ে আছে। মরদেহের খুব কাছাকাছি পড়ে ছিলেন মিজান, আর একটু দূরে ছটফট করছিলেন আরিফ। তখন ব্যারাকের সদস্যরা বাইরে বের হয়ে আসেন। এই দৃশ্য দেখে সবাই মিলে আগে দুইজনকে তুলে নিয়ে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পরে বিষয়টি আমাদের ওপরের কর্মকর্তাদের জানানো হয়।
রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের পাশে র্যাব ফোর্সেস ব্যারাকের ভেতরে কনস্ট্রাকশনের কাজ ছলছিলো। শুক্রবার বেলা পৌনে ১টার দিকে সেখানে প্রবেশ করে অপরিচিত ওই যুবক। যে দিক দিয়ে এই যুবক প্রবেশ করে সে দিকে ব্যারাকের গোসল খানা। কিন্তু ব্যাগ কাঁধে ওই অপরিচিত যুবককে দেখে সন্দেহ হয় দায়িত্বরত র্যাব সদস্যদের। ততোক্ষণে ওই যুবক প্রায় ১০ থেকে ১২ গজ ভেতরে এসে পড়ে।
সন্দেহের জেরেই তাকে চ্যালেঞ্জ করেন র্যাবের দুই সদস্য। ঠিক ওই সময় যুবকটি তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। মুহূর্তের মধ্যে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। দুই র্যাব সদস্য স্প্লিন্টারের আঘাতে দুই পাশে ছিটকে পড়েন।
ঘটনার পর ৠাবের বোম ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে আসে। তারা ঘটনার স্থানসহ এর আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এরপর দুপুরে ঘটানস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল।
ক্রাইম সিন ইউনিট মরদেহের আশপাশে পড়ে থাকা ক্ষতবিক্ষত অংশ, পরনের কাপড়, বোমার স্প্লিন্টার ও একটি ব্যাগসহ প্রয়োজনীয় সব আলামত উদ্ধার করে।
আইন-শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, মরদেহের পরনে ছিলো শার্ট-প্যান্ট। তার হাতে স্কচটেপ দিয়ে পেঁচানো একটি বোমা ছিলো। অবিস্ফোরিত ওই বোমাটি উদ্ধার করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট সন্ধ্যা ৬টা ৮ মিনিটে নিষ্ক্রিয় করে।
বিমানবন্দর থানার পরিদর্শক ( ওসি-তদন্ত) এজাজ শফি বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় সব আলামত উদ্ধার করা হয়েছে।
এরপর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটি পুলিশের আইজিপি শহীদুল হক ও ৠাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ঘটনাস্থলে ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটি তারা বের হয়ে যান। তবে এ ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তারা।
পুলিশের আইজিপি ও র্যারের ডিজি ঘটনাস্থল ত্যাগের ১৩ মিনিট পর ৭ টা ৩ মিনিটে সিআইডির ক্রাইম সিন ইউনিট সংগ্রহ করা আলামত নিয়ে চলে যায়।
এর ঠিক ৫ মিনিট পরেই সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আত্মঘাতী বোমা হামলায় মরদেহ বিমানবন্দর থানার একটি পুলিশ ভ্যানে করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়।
ঘটনার বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, হামলাকারীকে জঙ্গি বলে ধারণা করা যাচ্ছে, তবে কোন জঙ্গিগোষ্ঠীর তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
জেডএম/