ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ধাওয়া খেয়ে নদীতে বৃদ্ধ, নেই খোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ধাওয়া খেয়ে নদীতে বৃদ্ধ, নেই খোঁজ

সিলেট: সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে নদীতে পড়ে মর্তুজ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মর্তুজ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের নলকট গ্রামের বাসিন্দা।

তার বাবার নাম মৃত ইউনুছ আলী।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৫ মার্চ) রাতে মদ পান করা অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিটের সদস্যরা তাকে ধাওয়া দিলে তিনি চেঙ্গের খাল নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় নদীর তীর থেকে তার পরনের শার্ট ও লুঙ্গি উদ্ধারের দাবি করেছেন স্বজনরা। তবে শনিবার পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানেউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এলাকার লোকজন নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।