দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ, ১১ অ্যাম্পুল ইঞ্জেকশন, আট বোতল বিদেশি মদ, ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজা ও দুই গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) গভীররাত থেকে শনিবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত সদস্য হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করে দুপুরে তাদের দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এসআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।