কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ১৭টি দোকান ও চারটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা ও জেলা প্রশাসন সূত্র জানায়, সকালে নুরুল ইসলামের তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন বাজারের বিভিন্ন দোকান ও বসত ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৭টি দোকান ও চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।