ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে কারেন্ট ও বেহেন্দী জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
বরিশালে কারেন্ট ও বেহেন্দী জাল জব্দ

বরিশাল: বরিশালে সদর উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও বেহেন্দী জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (১৭ মার্চ) দিনগত রাত থেকে শনিবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত উপজেলার মেহেন্দীগঞ্জের কালাবদরসহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

কোস্টগার্ডের মাস্টার চিফ পেটি অফিসার জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, অভিযানকালে দুইটি বেহেন্দী জাল ও ২৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে।

জালগুলোর ‍আনুমানিক মূল্য ৯ লাখ ৭৫ হাজার টাকা।

তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক কিংবা কোনো জাটকা জব্দ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।