শুক্রবার (১৭ মার্চ) দিনগত রাত থেকে শনিবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত উপজেলার মেহেন্দীগঞ্জের কালাবদরসহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
কোস্টগার্ডের মাস্টার চিফ পেটি অফিসার জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, অভিযানকালে দুইটি বেহেন্দী জাল ও ২৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে।
তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক কিংবা কোনো জাটকা জব্দ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এমএস/এনটি