ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
রাজধানীতে গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর কাফরুলে চলন্ত গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় একব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর।

শনিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির মরদেহ বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আহম্মদ বাংলানিউজকে জানান, কাফরুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার পরনে বেশ কয়েকটি জামা ছিলো।

মৃত ব্যক্তিটি মানসিক ভারসম্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এজেডএস/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।