ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

লামায় মাতামুহুরী ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
লামায় মাতামুহুরী ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উৎসব লামা মাতামুহুরী ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উৎসব

বান্দরবান: বান্দরবানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লামা উপজেলার মাতামুহুরী ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দুপুরে মাতামুহুরী কলেজ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ একই স্থানে গিয়ে শেষ হয়

এসময় প্রধান অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য হাজী মো. ইলিয়াছ, বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, লামা মাতামুহুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষার্থীদের জন্য একটি বাস উপহার দেন প্রতিমন্ত্রী বীর। পরে কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।