ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
সাভারে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

সাভার (ঢাকা): সাভারে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৩০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত নারী খুলনা জেলার দিগুলিয়া থানার চন্দ্রনীমহল গ্রামের বাসিন্দা। তিনি সাভারের হেমায়েতপুরে পোলো কম্পোজিট পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

শনিবার (১৮ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম বাংলানিউজকে জানান, সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি ওই নারী শ্রমিককে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ওএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।