শনিবার (১৮ মার্চ) দুপুরে লেগুনায় করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ ঢামেকে আনা হয়।
এদিন ভোর ৫টার দিকে খিলগাঁও শেখের জায়গা নামক স্থানে র্যাবের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চলছিল।
ওই আরোহীকে বাধা দিতে গেলে তিনি তার বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করেন। তখন র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন ওই দুর্বৃত্ত। তার মরদেহের পাশে একটি ব্যাগ পড়ে ছিল। ব্যাগটি থেকে তিনটি বোমা ও একটি ভেস্ট উদ্ধার করেছে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট।
এর আগে, শুক্রবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরার আশকোনায় হাজি ক্যাম্পের পাশে র্যাবের অস্থায়ী ক্যাম্পের সামনে বোমা বিস্ফোরণ ঘটায় আরেক দুর্বৃত্ত। বিস্ফোরণে বোমা বহনকারী নিহত হন, আহত হন দুই র্যাব।
আরও পড়ুন
** র্যাব চেকপোস্টে হামলাচেষ্টাকারী নিহত
**হামলাকারীর ব্যাগ থেকে তিনটি বোমা উদ্ধার
**হামলাকারীর দেহের বিস্ফোরক নিষ্ক্রিয়ের কাজ চলছে
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এজেডএস/এসআরএস/আইএ