ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতার ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যে নেতার জন্ম না হলে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ পেতাম না।

বঙ্গবন্ধু নিজে ছিলেন স্বাধীনচেতা, তিনি দেশকেও স্বাধীন করেছেন।

বঙ্গবন্ধুর কথা স্মরণ করে তিনি আরও বলেন, বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, যেখানে তিনি না গেছেন। তিনি মানুষের মাঝে আত্মসচেতনতা সৃষ্টি করেছিলেন। অধিকার চেতনা সৃষ্টি করেছেন। দিয়েছেন ছয়দফা; করেছেন কারাবরণ। কোনো লোভ-লালসার কাছে তিনি মাথা নত করেননি।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।