জাতির পিতার ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যে নেতার জন্ম না হলে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ পেতাম না।
বঙ্গবন্ধুর কথা স্মরণ করে তিনি আরও বলেন, বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, যেখানে তিনি না গেছেন। তিনি মানুষের মাঝে আত্মসচেতনতা সৃষ্টি করেছিলেন। অধিকার চেতনা সৃষ্টি করেছেন। দিয়েছেন ছয়দফা; করেছেন কারাবরণ। কোনো লোভ-লালসার কাছে তিনি মাথা নত করেননি।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
আইএ