ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ব্যস্তসড়কে নিত্যঝুঁকির এপার-ওপার (ফটোস্টোরি)

ফটো ও স্টোরি: দীপু মালাকার, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ব্যস্তসড়কে নিত্যঝুঁকির এপার-ওপার (ফটোস্টোরি) রাজধানীর ব্যস্ত সড়কে ঝুঁকিপূর্ণ পারাপার

স্কুলগামী দুরন্ত কিশোর, পোশাকধারী পুলিশ, কোমরে গামছা বাঁধা দিনমজুর, চোখা প্যান্টের স্মার্ট যুবক, শিশু-সন্তান কোলে মা-বাবা, শুভ্রপোশাকে মৌলবী, হিজাবি নারী সবারই কি ভয়াবহ তাড়া এই শহরে। 

ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষ তারা। যেতে হবে গন্তব্যে।

আর তা সবার আগে। তাইতো তাদের নেই একটু ঘুরপথে ফুটওভার ব্রিজ পার হয়ে নিরাপদে রাস্তা পারাপারের সময়। তারা ছোটেন রাস্তার মাঝখান দিয়েই। রাজধানীর নতুন বাজার যানবাহনে ব্যস্ত সড়কের শনিবার দুপুরের চিত্র ছিলো এমনটাই।

দুই স্কুল ছাত্রের ঝুঁকিপূর্ণ পারাপার 

দুই স্কুল ছাত্রকে দেখা যায় দুটি বাসের সামনে দিয়েই শরীরকে বাঁকিয়ে নিয়ে লম্বা পা ফেলে দে ছুট। যা ছিলো ভীষণ ঝুঁকির। বাসেরও গতিও মন্থর নয়।  
শিশুসন্তান কোলে দম্পতির ঝুঁকি

এক দম্পতিকে দেখা যায় তাদের শিশু সন্তান কোলে স্বামী ছুটছেন। স্ত্রী তার পেছনে শার্ট টেনে ধরে ছুটছেন একই পথে। অদূরে মাইক্রোবাস। আর তার সামনে দিয়ে ত্রস্ত পায়ে ছুটছেন দুই পোশাকধারী পুলিশ সদস্য।   

রাজধানীর প্রগতি সরণির নতুন বাজার মোড়ের এই অংশটিতে পথচারিদের পারাপারের প্রবনতা আগে থেকেই। ঝুঁকিপূর্ণ পারাপার ঠেকাতে কিছুদিন আগেও বাঁশ কাঁটাতার সরিয়ে লাগানো হয় লোহার ফ্রেমে টিনের বেড়া।

তাও ভেঙ্গে পথচারী পার হয়ে যান এই ব্যস্ত সড়ক। সে চিত্রও ধরা পড়ে বাংলানিউজের ক্যামেরায়।
দুটি বাঁশের মাঝখান দিয়ে যাচ্ছেন একজন
মৌলবী গোছের একজনকে দেখা যায় দুটি বাঁশের মাঝখানে সামান্য ফাঁকা দিয়ে শরীরটাকে গলিয়ে দিচ্ছেন ওপারে যাওয়ার জন্য।

দিনমজুরের ঝুঁকিলুঙ্গিপরা কোমরে গামছা বাঁধা একজন, দিনমজুরই হবেন, তিনিও শরীরটাকে অর্ধেক বাঁকা করে একইপথে পার হয়ে গেলেন সফলভাবে। তার সামনে ও পেছনে আরও চার জন। তারাও একইভাবে পার হওয়ার অপেক্ষায়।

স্কুলগামী ছেলেমেয়েরা বেশি পেপরোয়া
স্কুল কলেজগামীরা্ই যেনো বেশি বেপরোয়া। কেউ মোবাইল ফোনে কথা বলতে বলতে, কেউ চলন্ত গাড়ির সামনে দিয়ে ঝাপ দিতে উদ্ধত, আর এই কাজে ছাত্রীরাও কম যায় না।  

বাংলাদেশ সময় ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।