ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
সুবর্ণচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নে বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মো. সেলিম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দুপুর ২টায় উপজেলার চর জব্বর ইউনিয়নের পূর্ব চর জব্বর গ্রামে এ দ‍ুর্ঘটনা ঘটে। সেলিম উপজেলার চর জব্বর ইউনিয়নের পূর্ব চর জব্বর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে সুবর্ণচর উপজেলায় ঝড়ো বাতাসের সঙ্গে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। ওই সময় সেলিম নিজ জমিতে চাষাবাদের কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

চর জব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।