শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দু’জনকে আটক করেছে।
পুলিশ জানায়, সকালে ভাটিপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মিজানের (৪০) সঙ্গে তুচ্ছ ঘটনায় আবুল হোসেনের ছেলে নবী হোসেনের (৩৮) কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে পেছন দিক থেকে নবী হোসেন আমের ডাল দিয়ে মিজানের মাথায় আঘাত করেন। এতে মিজান গুরুতর আহত হন।
এ সময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুজ্জামান বাংলানিউজকে জানান, এ ঘটনায় নবী হোসেনের মা হাছিনা বেগম ও বোন শিফা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত নবী হোসেন পলাতক রয়েছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এমএএএম/জিপি/টিআই