ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় আম উৎপাদন ও বিপণন বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
সাতক্ষীরায় আম উৎপাদন ও বিপণন বিষয়ক কর্মশালা সাতক্ষীরায় আম উৎপাদন ও বিপণন বিষয়ক কর্মশালা

সাতক্ষীরা: সাতক্ষীরায় দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সরবরাহযোগ্য বালাইমুক্ত আম উৎপাদন ও বিপণন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বেসরকারি সংস্থা সলিডারিডাড এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন- সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ বিভাগের পরিচালক সৌমেন সাহা, অতিরিক্ত পরিচালক নিত্য রঞ্জন বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান, সলিডারিডাড’র কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, সাতক্ষীরা এখন আমের ব্র্যান্ডিং জেলা। গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে সাতক্ষীরায় উৎপাদিত আম রপ্তানি হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমেও রপ্তানির লক্ষ্যে বালাইমুক্ত আম উৎপাদনে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

এ সময় বক্তারা গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে আম রফতানির পরিমাণ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।