কর্মশালায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন- সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ বিভাগের পরিচালক সৌমেন সাহা, অতিরিক্ত পরিচালক নিত্য রঞ্জন বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান, সলিডারিডাড’র কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, সাতক্ষীরা এখন আমের ব্র্যান্ডিং জেলা। গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে সাতক্ষীরায় উৎপাদিত আম রপ্তানি হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমেও রপ্তানির লক্ষ্যে বালাইমুক্ত আম উৎপাদনে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।
এ সময় বক্তারা গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে আম রফতানির পরিমাণ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনটি