ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

গুলিতে মৃত্যু খিলগাঁওয়ের জঙ্গির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
গুলিতে মৃত্যু খিলগাঁওয়ের জঙ্গির গুলিতে মৃত্যু খিলগাঁওয়ের জঙ্গির- ছবি: সুমন শেখ

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের তল্লাশি চেকপোস্টে হামলাকারীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুকে তিনটি ও পায়ে একটি গুলিতে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার (১৮ মার্চ) দুপুরে লেগুনায় করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এ বিষয়ে ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ড. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, অজ্ঞাতপরিচয় মরদেহটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার শরীরে কয়েকটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে বুকে তিনটি ও ডান পায়ে একটি।

এই গুলির কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

সোহেল মাহমুদ আরও জানান, মৃত ব্যক্তির শরীর থেকে ভিসেরা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ডিএনএ’র জন্য চুল ও মাংসখণ্ড সংগ্রহ করা হয়েছে।

মৃত এই ব্যক্তি মৃত্যুর আগে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেছিলো কিনা তার জন্য রক্ত সংগ্রহ করেও রাখা হয়েছে বলে জানান ফরেনসিক বিভাগীয় প্রধান।

এদিন ভোর ৫টার দিকে খিলগাঁও শেখের জায়গা নামক স্থানে র‌্যাবের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চলছিল। এ সময় একজন মোটরসাইকেল আরোহী খুব দ্রুত ওই চেকপোস্টের দিকে এগিয়ে আসেন। র‌্যাব সদস্যরা তাকে থামার সিগন্যাল দিলে না থেমে নির্দেশনা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে আটকাতে গিয়ে দুজন র‌্যাব সদস্য আহত হন বলে জানিয়েছে র‌্যাব।

ওই আরোহীকে বাধা দিতে গেলে তিনি তার বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করেন। তখন র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই নিহত হন ওই দুর্বৃত্ত। তার মরদেহের পাশে একটি ব্যাগ পড়ে ছিল। ব্যাগটি থেকে তিনটি বোমা ও একটি ভেস্ট উদ্ধার করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট।

এর আগে, শুক্রবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরার আশকোনায় হাজি ক্যাম্পের পাশে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের সামনে বোমা বিস্ফোরণ ঘটায় আরেক দুর্বৃত্ত। বিস্ফোরণে বোমা বহনকারী নিহত হন, আহত হন দুই র‌্যাব।

আরও পড়ুন
** খিলগাঁওয়ে নিহত জঙ্গির মরদেহ ঢামেকে
** র‌্যাব চেকপোস্টে হামলাচেষ্টাকারী নিহত
**হামলাকারীর ব্যাগ থেকে তিনটি বোমা উদ্ধার
**হামলাকারীর দেহের বিস্ফোরক নিষ্ক্রিয়ের কাজ চলছে


বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এজেডএস/এসআরএস/আইএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।