ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরা প্রেসক্লাবের সভাপতি বুলু শরীফ আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
মাগুরা প্রেসক্লাবের সভাপতি বুলু শরীফ আর নেই

মাগুরা: মাগুরা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শরীফ আমিরুল হাসান ওরফে বুলু শরীফ (৬৭) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা প্রেসক্লাবে কর্মরত অবস্থায় তিনি স্ট্রোক করেন। তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাত ৯টায় মাগুরা সরকারি কলেজ মাঠে তার জানাযা শেষে ভায়না গোরস্থানে দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ড. শ্রী বীরেন শিকদার এমপি, মাগুরা জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, প্রধানন্ত্রীর একান্ত সহকারী সবিচ সাইফুজ্জমান শিখর, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শফিকুর ইসলাম বাবলুসহ অনেকে।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক যুগান্তর, বাংলাভিশন ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।