শনিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা প্রেসক্লাবে কর্মরত অবস্থায় তিনি স্ট্রোক করেন। তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ড. শ্রী বীরেন শিকদার এমপি, মাগুরা জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, প্রধানন্ত্রীর একান্ত সহকারী সবিচ সাইফুজ্জমান শিখর, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শফিকুর ইসলাম বাবলুসহ অনেকে।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক যুগান্তর, বাংলাভিশন ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনটি