ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
রাজধানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানার ত্রিমোহনী ব্রিজের নাগদার পাড় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে মিরপুরগামী এ গ্যালাক্সি পরিবহনের বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

তবে তাৎক্ষণিভাবে হাতহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭ 
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।