শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে মিরপুরগামী এ গ্যালাক্সি পরিবহনের বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এজেডএস/এসএইচ