ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে জঙ্গি সন্দেহে নারীসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
যশোরে জঙ্গি সন্দেহে নারীসহ আটক ৪ যশোরে জঙ্গি কার্যক্রমে জড়িত সন্দেহে আটক দুই নারীসহ চারজন

যশোর: যশোরে জঙ্গি কার্যক্রমে জড়িত সন্দেহে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- শংকরপুর পশু হাসপাতাল এলাকার অধ্যক্ষ তৈয়বুর রহমানের স্ত্রী মাইশা ওরফে বিলকিস (২৬), শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার হাসান আল মাসুম ওরফে লালের স্ত্রী নুসরাত পারভীন (২৭), মণিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের মোজাহার মোড়লের ছেলে আফজাল (২৮) ও খুলনার কয়রা উপজেলার কাগমারী চর গ্রামের আজম আলীর ছেলে রবিউল ইসলাম (২৯)।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, চলতি দায়িত্ব) আবুল বাশার মিঞা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শংকরপুর এলাকার মাওলানা তৌহিদুরের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় জামায়াত-শিবিরের কার্যক্রম পরিচালনার কিছু বই ও লিফলেটসহ ওই চারজনকে আটক করা হয়।  

ওসি আরো জানান, আটক ব্যক্তিরা জঙ্গি কার্যক্রমে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।