শনিবার (১৮ মার্চ) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সুফিবাদ বিষয়ক প্রবন্ধ ‘সৈয়দ আহমাদুল হক রচনাবলি’র প্রথম ও দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. রিজভী বলেন, আজ সর্বত্র ইসলামকে সহিংস হিসেবে প্রচার করা হচ্ছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, এক শ্রেণির মানুষের মধ্যে আজ বিকৃত মানসিকতা কাজ করছে। তারা মনে করছে, মানুষ হত্যা করলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। আত্মঘাতী হামলা করলেই ইসলাম প্রতিষ্ঠা হবে। ধর্মকে চাপিয়ে দেওয়া মানে ইসলাম প্রতিষ্ঠা করা নয়। এটা কোনো ধর্মেই নেই। এমনকি ইসলাম ধর্মেও জোর জবরদস্তি নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি দেহনাভি প্রমুখ।
প্রকাশনা উৎসবের আয়োজন করে আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এএম/ওএইচ/জেডএম