ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

‘সন্তানদের পড়ানোর পাশাপাশি দুই ঘণ্টা রোদে রাখুন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
‘সন্তানদের পড়ানোর পাশাপাশি দুই ঘণ্টা রোদে রাখুন’ জাতীয় সঙ্গীত ও খেলাঘরের গান দিয়ে শুরু হয় উৎসব। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কেউ নাচবে বলে শেষবারের মতো অনুশীলনে ব্যস্ত, কেউবা গানে তালিম দিচ্ছে আবার কেউবা ছড়া-কবিতাটি ঝালিয়ে নিচ্ছে আবৃত্তির জন্য।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খেলাঘর ঢাকা মহানগরী শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের প্রতিযোগিতার আগের দৃশ্য ছিল এটি।

রাজধানীর পুরানা পল্টন গার্লস কলেজে দিনব্যাপী উৎসবে অংশ নেয় খেলাঘরের ঢাকা মহানগরীর ১৬টি শাখা আসরের শতাধিক ভাই-বোন।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আরও অনেকে। ছিলেন তাদের অভিভাবক, কর্মী-সংগঠকসহ বিশিষ্টজনেরাও।

উৎসবের প্রথম পর্ব সকালের চার বিভাগে ১৮টি বিষয়ের প্রতিযোগিতায় শিশু-কিশোরদের উৎসাহ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আর বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের অনেকেই প্রতিযোগিতায় কৃতিত্বের স্বীকৃতি ক্রেস্ট ও সনদপত্র পেয়ে যারপরনাই খুশি।  

মহানগরী পর্যায়ে বিজয়ী ভাই-বোনেরা আগামী ৩০ মার্চ থেকে ০১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে খেলাঘর জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

জাতীয় সঙ্গীত ও খেলাঘরের গান দিয়ে শুরু হওয়া উৎসবের সব আয়োজনই ছিল বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে ঘিরে। বক্তারা তাদের বক্তৃতা-আলোচনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান, নিজেরাও এ দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বঙ্গবন্ধুকে স্মরণ করে জাতির পিতার আদর্শ এবং জীবন ও কর্মই এজন্য একমাত্র পাথেয় বলেও মত তাদের।  

আর প্রতিযোগী ও শিল্পী ভাই-বোনদের পরিবেশনায় ছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর দেশপ্রেম, নেতৃত্ব ও আদর্শের ভিত্তিতে বড় হওয়ার দৃঢ় অঙ্গীকার।    

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তার দৈনন্দিন জীবন থেকে উদ্বুদ্ধ হয়ে বিশুদ্ধ মানুষ, দক্ষ সংগঠক ও দেশের যোগ্য সন্তান হতে হবে।

সংস্কৃতিকে এ ধরনের সুস্থ মানুষ গড়ার কারিগর বলে উল্লেখ করেন তিনি। খেলাঘর ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘শিশু-কিশোর সন্তানদের মাঝে সুস্থ বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটালে ওরা সংস্কৃতিবান মানুষ ও যোগ্য নেতা হবে। এ কাজে মুক্তিযুদ্ধের পক্ষের শেখ হাসিনার সরকার আপনাদের পাশে থাকবে’।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক সুরথ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় খেলাঘর ও শিশুদের সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশে বিটিভি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে জানান।

উৎসবের প্রতিযোগিতায় ছিল শতাধিক ভাই-বোনের অংশগ্রহণ।  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমদেশের মোট জনসংখ্যার ৪৮ শতাংশ শিশুদের জন্য আলাদা শিশু মন্ত্রণালয় ও অধিদফতর গঠনের দাবি জানান দিনব্যাপী  উৎসবের সভাপতি খেলাঘর ঢাকা মহানগরী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সাংবাদিক শ্যামল দত্ত।

বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনী ‘কারাগারের রোজনামচা’ থেকে উদ্ধৃত করে তিনি বলেন, বঙ্গবন্ধুর বেরিবেরি রোগ হওয়ায় তিনি দুই বছর স্কুলে যেতে পারেননি, তাকে কলকাতায় নিয়ে চিকিৎসা করাতে হয়েছিল। ‘ভিটামিন ই’ এর অভাবে হওয়া এ রোগে হাড় ও লাংস্ ফুলে যায়।

এ প্রসঙ্গ টেনে সন্তানদের পড়াশোনা করানোর পাশাপাশি প্রতিদিন দু’ঘণ্টা রোদে রাখতে অনুরোধ জানিয়ে শ্যামল দত্ত বলেন, এতে শিশুদের হাড় শক্ত হবে, ‘ভিটামিন ডি’ এর অভাব হবে না।

বিভিন্ন পর্বে আলোচনায় আরও অংশ নেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য কামাল চৌধুরী, আব্দুল মতিন ভূঁইয়া, হান্নান চৌধুরী, শমি কায়সার ও হাসান তারেক, সহ সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজুর রহমান মিন্টু ও আশরাফিয়া আলী আহমেদ নান্তু প্রমুখ।

ঢাকা মহানগরী কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, সহ সভাপতি ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম অপু, কেন্দ্রীয় সদস্য শামীম আহমেদ ও ফখরুল ইসলাম, মহানগরীর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, এম আই চৌধুরী এবং উৎসব প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান আসমা আব্বাসী উর্মি, আহ্বায়ক শিল্পী সাহা ও যুগ্ম আহ্বায়ক কোহিনুর আক্তার শিল্পী শুভেচ্ছা বক্তব্য ও বিভিন্ন পর্ব পরিচালনা করেন।

নানা পর্বের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল মহানগরী ও কেন্দ্রীয় সাংস্কৃতিক দলের ভাই-বোনেরা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।