শনিবার (১৮ মার্চ) সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শেরপুর জেলার প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন শিকদার, চেম্বারের সভাপতি মাসুদ পারভেজ, আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।
সভায় প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে বিদেশ থেকে টাকা আনেন না। বিদেশি টাকা আনতে গেলে নাকে ক্ষত দিতে হয়। আমরা স্বাধীন জাতি হিসেবে নাকে ক্ষত দিয়ে বিদেশ থেকে টাকা আনব না। তাই আপনারা রাজস্ব না দিলে সরকার উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে পারবে না।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনটি