ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নাকুগাঁও স্থলবন্দরে এনবিআর’র মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
নাকুগাঁও স্থলবন্দরে এনবিআর’র মতবিনিময়

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে আমদানি-রফতানিকারক এবং সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক গাজী মো. আলী আকবর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শেরপুর জেলার প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন শিকদার, চেম্বারের সভাপতি মাসুদ পারভেজ, আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।

সভায় প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে বিদেশ থেকে টাকা আনেন না। বিদেশি টাকা আনতে গেলে নাকে ক্ষত দিতে হয়। আমরা স্বাধীন জাতি হিসেবে নাকে ক্ষত দিয়ে বিদেশ থেকে টাকা আনব না। তাই আপনারা রাজস্ব না দিলে সরকার উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে পারবে না।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।