ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ফতুল্লায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী রুবেল হোসেন (২৪) আত্মহত্যা করেছেন।

শনিবার (১৮ মার্চ) বিকেলে ফতুল্লা কোতালেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল ওই এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে ও এক সন্তানের জনক।

ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার শফিউল্লাহ বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে রুবেল আত্মহত্যা করেন।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় আত্মহননকারী রুবেলের স্ত্রী একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।