শনিবার (১৮ মার্চ) বিকেলে ফতুল্লা কোতালেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল ওই এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে ও এক সন্তানের জনক।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার শফিউল্লাহ বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে রুবেল আত্মহত্যা করেন।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় আত্মহননকারী রুবেলের স্ত্রী একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ওএইচ/টিআই