শনিবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে হানিফার মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেলে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃত হানিফা বরগুনা জেলার আমতলি উপজেলার আমড়াগাছিয়া গ্রামের সোবহান মৃধার ছেলে।
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) মো. এজাজ শফি বাংলানিউজকে জানান, শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালায় ৠাব। এ সময় ভয় পেয়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে আহত হন হানিফা। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান আবু হানিফ।
ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ বাংলানিউজকে জানান, আবু হানিফের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। অন্য কোনো কারণ আছে কি-না, তা পরীক্ষার জন্য হার্ট ও ফুসফুস সংগ্রহ করে রাখা হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এজেডএস/এসআরএস/এএসআর