ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঘিওরে ঘরের নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ঘিওরে ঘরের নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে ঝড়ের সময় ঘরের নিচে চাপা পড়ে আব্দুল আওয়াল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বইন্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আওয়াল ঘিওর উপজেলার বালিয়াখোড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার সময় আব্দুল আওয়াল ঝড়ের কবলে পড়েন। এসময় তিনি উপজেলার বইন্না এলাকার টিনের একটি ঘরের ভেতর আশ্রয় নেন। ঝড়বৃষ্টির মধ্যে ঘরটি ভেঙে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রাকৃতিক বিপর্যয়ে তার মৃত্যু হয়েছে। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।