ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভৈরবে ২ শতাধিক দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ভৈরবে ২ শতাধিক দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলাপুরের হাজি পাদুকা মার্কেটে আগুনে লেগে দুই শতাধিক জুতার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

ভৈরব ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেলে পাদুকা মার্কেটের একটি রাবার তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের জুতার দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের দুইটি, কুলিয়ারচর, বাজিতপুর ও কিশোরগঞ্জের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের দুই শতাধিক জুতার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ভৈরব ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নাঈম ইবনে হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।