শনিবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে চরকাজী মোকলেছ গ্রামের কুকিজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল মালেক ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টি হওয়ায় আব্দুল মালেকের তরমুজ ক্ষেতে পানি জমে যায়। বিকেলে বৃষ্টি বন্ধ হলে আব্দুল মালেক ক্ষেতে গিয়ে পাশের ক্ষেতে দিয়ে পানি ছেড়ে দেয়। এসময় তার পাশের বাড়ির সাইফুল্যাহ (৪৮) ও তার ছেলে সোহাগ (২৮) এবং শহীদ উল্যাহ (২৬) তাদের সয়াবিন ক্ষেতে পানি যাচ্ছে বলে আব্দুল মালেককে বাধা দেন। এনিয়ে তাদের সঙ্গে কথাকাটাকটির এক পর্যায়ে আব্দুল মালেককে গলা চেপে ধরেন সাইফুল্যাহ ও তার ছেলেরা। এতে আব্দুল মালেক অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শহীদ উল্যাহ নামে এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনটি