ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে কৃষককে গলাটিপে হত্যা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
সুবর্ণচরে কৃষককে গলাটিপে হত্যা, আটক ১

নোয়াখালী: নোয়াখালীর স‍ুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে গলাটিপে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত থাকায় শহীদ উল্যাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে চরকাজী মোকলেছ গ্রামের কুকিজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল মালেক ওই গ্রামের বাসিন্দা।

আটক শহীদ উল্যাহ একই এলাকার সাইফুল্যাহর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টি হওয়ায় আব্দুল মালেকের তরমুজ ক্ষেতে পানি জমে যায়। বিকেলে বৃষ্টি বন্ধ হলে আব্দুল মালেক ক্ষেতে গিয়ে পাশের ক্ষেতে দিয়ে পানি ছেড়ে দেয়। এসময় তার পাশের বাড়ির সাইফুল্যাহ (৪৮) ও তার ছেলে সোহাগ (২৮) এবং শহীদ উল্যাহ (২৬) তাদের সয়াবিন ক্ষেতে পানি যাচ্ছে বলে আব্দুল মালেককে বাধা দেন। এনিয়ে তাদের সঙ্গে কথাকাটাকটির এক পর্যায়ে আব্দুল মালেককে গলা চেপে ধরেন সাইফুল্যাহ ও তার ছেলেরা। এতে আব্দুল মালেক অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শহীদ উল্যাহ নামে এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।