ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাঘাটায় কৃষক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
সাঘাটায় কৃষক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় রমজান আলী নামে এক কৃষককে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ মার্চ) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফুল ইসলাম এ রায় দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের ফেরদৌস সরকার নান্নু (৩৭), একই গ্রামের হেলাল মিয়া (৩২) ও লাভলু মিয়া (৩৫)।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের জিআরও শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মথরপাড়া গ্রামের রমজান আলী ও একই গ্রামের ফেরদৌসের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। ২০০৫ সালের ১৩ মার্চ সকালে রমজান আলী ও তার ছেলে আব্দুর রহিম বোনারপাড়া যাচ্ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে ফেরদৌস ও তার লোকজন তাদের বেধরক মারপিট করেন। এতে রমজান আলী গুরুতর আহত হন। এ অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে সাঘাটা থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৫ সালের ৫ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিকেলে এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।