ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নারীর মর্যাদা সমান হ‌লে স‌হিংসতা ও বৈষ‌ম্য কম‌বে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
নারীর মর্যাদা সমান হ‌লে স‌হিংসতা ও বৈষ‌ম্য কম‌বে ইড‌ব্লিউএম‌জি কনফা‌রেন্স হ‌লে কালের কণ্ঠ ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ‘মর্যাদায় গড়ি সমতা, পরিবর্তনের দীপ্ত অঙ্গীকার’ শীর্ষক গোলটেবিল বৈঠক;ছবি-বাংলানিউজ

ঢাকা: ‘ঘরে বাই‌রে নারী প্র‌তি‌নিয়ত নির্যাতন ও বৈষম্যের শিকার। কিন্তু নারী-পুরু‌ষের মর্যাদা সমান হ‌লে স‌হিংসতা ও বৈষ‌ম্যের অবসান হতে পারে।’

সোমবার (২০ মার্চ) ইড‌ব্লিউএম‌জি কনফা‌রেন্স হ‌লে কালের কণ্ঠ ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ‘মর্যাদায় গড়ি সমতা, পরিবর্তনের দীপ্ত অঙ্গীকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়।  

বৈঠকের শুরুতেই বক্ত‌ব্যে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, আমা‌দের ঘ‌রের ম‌ধ্যে সমস্যা র‌য়ে গেছে।

যা রাষ্ট্র থে‌কে বরাবর উ‌পে‌ক্ষিত দে‌খি। আমাদের উদ্দেশ্য হওয়া উচিৎ বৈষম্যহীন সমাজ।  

প্রধান অতিথি বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক নারীর সমতা বা বিচারের বিষয় তুলে ধরে বলেন, সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের আজ এক বছর, দেশব্যাপী চাঞ্চল্যসৃষ্টিকারী এ হত্যাকাণ্ডের  আজ পর্যন্ত কোনো ক্লু বের করতে পারেনি তদন্তকারী সংস্থা।  

অবাক করা বিষয় হল, দেশের একটা সংরক্ষিত এলাকার ভিতর এমন ঘটনা, আলামতও রয়েছে। তবুও মামলার কার্যক্রম শেষ হচ্ছে না। এটাই বাস্তব চিত্র।  

নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমা আরা মিনু বলেন,  যদি নারীর সমতা বা বিচার নিশ্চিত করতে চাই সবার আগে সম্পদে নারীর অধিকার নিশ্চিত করতে হবে, তাছাড়া নারীর সমতা আনা অসম্ভব ।

পিকেএসএফের ব্যবস্থাপক পরিচালক আব্দুল করিম বলেন, বিগত ২৬ বছর ধরে আমাদের দেশে নারীর অভুতপূর্ব উন্নতি সাধন হয়েছে, প্রত্যেক বড় বড় পদে নারীরা বহাল আছে এবং তাদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে তবুও সমাজ এখনও তাদের গ্রহণ করতে প্রস্তুত না, যদি এখন না পারে, কবে সমাজ তাদের গ্রহণ করবে।

সমাজে এখনও যে নারীদের হেয় করা হয় তার উদাহরণ টেনে ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের কনসালটেন্ট কামরুন্নেসা হাসান বলেন, স্বাধীনতার ৪৫ বছর পরও আমাদের নারী, শিশু নির্যাতন দেখতে হয়, শুনতে হয়। যেখানে রিক্সা চালকও তার স্ত্রীকে পেটায়, একজন শিক্ষকও পেটায়, পার্থক্য কোথায়!  

অনুষ্ঠানে বক্তারা নারীর মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার এবং সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।  

দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, পিকেএসএফের ব্যবস্থাপক পরিচালক আব্দুল করিম, বাংলাদেশ নারী সংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমা আরা মিনু, মানুষের জন্যের শাহিন আনাম, পর্বতরোহী এম এ মুহিত, কথাসা‌হি‌ত্যিক ও ম‌নোরোগ বি‌শেষজ্ঞ আ‌নোয়ারা সৈয়দ হক, নারী প্রগ‌তি সং‌ঘের উপ-প‌রিচালক শাহনাজ, ক্রিয়েটিভ ডিরেক্টর আফজাল হোসেনসহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
এসটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।