সোমবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গনেশপুর গ্রামের মৃত আলীর ছেলে সিএনজি চালক আবদুল খালেক (৫৫) ও একই উপজেলার এতবারপুর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে সিএনজি যাত্রী মিজান (৩৪)।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে রামপুর মিলগেট এলাকায় ময়নামতি থেকে কংশনগরগামী অটোরিকশার সঙ্গে কুমিল্লাগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয়গাড়ি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুল খালেক ও মিজান নিহত হন। এসময় আহত হয়েছে স্কুলছাত্রসহ আরও পাঁচজন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আরবি/