সোমবার (২০ মার্চ) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা শাখার আহ্বায়ক দিলরুবা নূরী।
বক্তব্য রাখেন, মহিলা ফোরাম জেলার সদস্য রেনু বালা, আকলিমা বেগম, সম্পা বেগম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলার সভাপতি রাধা রানী বর্মন, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় বর্মন প্রমুখ।
সমাবেশে বক্তারা প্রশ্ন রেখে বলেন, এক বছর হয়ে গেলো এখনও কীভাবে তনু খুন হয়েছে তা জানা গেলো না। খুনি গ্রেফতার হলো না। কবর থেকে মরদেহ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হলো। তাও কেন এতো দিন চলে যাচ্ছে।
অবিলম্বে তনু হত্যার বিচার দাবি করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এমবিএইচ/আইএ