সোমবার (২০ মার্চ) দুপুরে এ উপলক্ষে নগরভবনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।
একটি শিশুও যেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়া থেকে বাদ না পড়ে সেজন্য সভায় সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান, রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র।
শিক্ষা, স্বাস্থ্য পরিবার, পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষণ ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি নাজমা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ড. ইসমত আরা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার ফারুক আব্দুল মুনিম।
সভায় জানানো হয়, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে এবার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মক্তবসহ উচ্চ বিদ্যালয় পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানকে কার্যক্রমের আওতায় আনা হয়েছে। কর্মসূচিতে ঝরে পড়া, পথশিশু, শ্রমজীবী শিশু, বেদে পরিবারের শিশুসহ সব শিশুকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসএস/জিপি/আইএ