সোমবার (২০ মার্চ) বিকেলে বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
যুবদল নেতারা হলেন- জেলা যুবদলের প্রচার সম্পাদক ও সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া মহল্লার মজিদ শেখের ছেলে নাসির শিকদার, জেলা যুবদলের সদস্য একই মহল্লার আব্দুল হান্নানের ছেলে ছালমান রহমান রুবেল ও লোকমান হোসেনের ছেলে যুবদল নেতা আনোয়ার পারভেজ।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এনটি