সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- রোকেয়া বেগম (৪৫), তার মেয়ে ফারহানা ইসলাম তৃষা।
পথচারীরা ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
ঢামেক জরুরি বিভাগ সূত্রে জানা যায়, রিকশা চালক জাহিদুল ইসলাম ও তৃষার অবস্থা গুরুতর।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরে ঘটনাস্থলে উত্তেজিত জনতা মাইক্রোবাসে ভাংচুর চালায়। চালককে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এজেডএস/আরআইএস/অারআই