সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্যেরচর এলাকার সামনে বুড়িগঙ্গা নদীর কচুরিপানার মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. অলিয়ার হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে শাক্তা ইউনিয়নের মধ্যেরচর খেয়াঘাট এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ ভাসছে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ৩/৪ দিনের পুরনো। শরীরে পচন ধরেছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এনটি