সোমবার (২০ মার্চ) সকালে ওই মিলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শ্রমিকরা ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক অবরোধ করে।
মানববন্ধনে বলা হয়, অনেক দিন ধরেই মিলের নারী শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি ও নির্ধারিত মাসিক বেতনের দাবি করে আসছিলেন। কিন্তু মিল কর্তৃপক্ষ তাদের কোন দাবি না মানায় গত ১৩ মার্চ তারা আন্দোলনে নামেন। দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন স্থগিত করলেও শেষ পর্যন্ত মালিকপক্ষ দাবি পূরণ না করায় তারা পুনরায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এমএএএম/আরআই