সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার পৌর শহরের ৬নং ওয়ার্ড পশ্চিমগাঁও দরগাহ সোয়া ছয়আনি পাড়ার একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ছাত্রের নাম আবদুল আল আমিন (২৪)।
নিহতের বড় বোন আকলিমা আক্তার জানান, গত চারদিন আগে আমার বাসায় আসার পর আমি তাকে হাত খরচের জন্য কিছু টাকা দেই। সকালে খবর শুনে ছাত্রাবাসে গিয়ে তার মরদেহ দেখতে পাই।
রহস্যজনক এই মৃত্যুর বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ (ওসি) বলেন, হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আইএ