সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লিপি আক্তারের প্রাথমিকভাবে বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে শামীমের সঙ্গে লিপির কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় দরজা বন্ধ করে লিপিকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা লিপিকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্রে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে শামীম পলাতক রয়েছেন।
লিপির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
টিআই