সোমবার (২০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার গালা ইউনিয়নের ভুলবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে স্থানায় থানা নেয় পুলিশ।
নিহত জাহাঙ্গীর হোসেন শাহজাদপুর ওই গ্রামের আনছার আলীর ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম জানান, ভুলবয়রা গ্রামে আনছার আলীর সঙ্গে তার ভাই মাজেদ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় মাজেদ আলীর পক্ষের লোকজন জাহাঙ্গীরের ওপর হামলা চালিয়ে ফালা দিয়ে বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
টিআই