সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলার দৌলতদিয়া পতিতালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মৃত মন্টু সরকারের ছেলে শ্যামল সরকার ওরফে শিমুল (২৬), উত্তর দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার মৃত বজলু বেপারীর ছেলে মনিরুল ইসলাম (৩৮) ও পতিতালয়ের মৃত ইবাদ আলী গাজীর ছেলে রুবেল (২৮)।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের বিভাগীয় সহকারী পরিচালক রাজিব মিনা।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
টিআই