সোমবার (২০ মার্চ) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত খলিলুর রহমান জীবননগর উপজেলার বেণীপুর গ্রামের মাতববারের ছেলে।
জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম জানান, সোমবার রাতে বাওড়ের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
রোবরার (১৯ মার্চ) রাতে বাওড় পাহারা দেওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে খলিলুর নিখোঁজ ছিলেন।
বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
পিএম/টিআই