ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নিখোঁজের একদিন পর নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
নিখোঁজের একদিন পর নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার, ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: নিখোঁজের একদিন পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেণীপুর বাওড় (বিল) থেকে নৈশপ্রহরী খলিলুর রহমানের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ মার্চ) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত খলিলুর রহমান জীবননগর উপজেলার বেণীপুর গ্রামের মাতববারের ছেলে।

তিনি বেণীপুর বাওড়ের নৈশপ্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন।

জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম জানান, সোমবার রাতে বাওড়ের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর ‍কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

রোবরার (১৯ মার্চ) রাতে বাওড় পাহারা দেওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে খলিলুর নিখোঁজ ছিলেন।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
পিএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।