সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া পৌনে ৯টার দিকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি প্রায় ২০ মিনিট স্থায়ী থাকে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, যেভাবে ঝড়-বৃষ্টিপাত হয়েছে এতে আম-লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জুর হোসেন জানান, ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস ও ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্ব আভাস অনুযায়ী- মঙ্গলবারও ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
টিআই