সোমবার (২০ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন-ওই গ্রামের গণেশ নাথ মণ্ডলের ছেলে নিখিল চন্দ্র মণ্ডল, পরেশ চন্দ্র মণ্ডল, সন্দীপ কুমার মণ্ডল ও মৃত নরেশ কুমার মণ্ডলের ছেলে বিলাস কুমার মণ্ডল।
নাটোর ফায়ার স্টেশনের কর্মকর্তা রইচ উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে নিখিলের গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুনে আটটি বসতঘর ও ঘরে থাকা ধান, চাল, পাট, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আরবি/