মঙ্গলবার (২১ মার্চ) সকাল পৌনে ৭টায় টঙ্গীর মধুমিতা এলাকায় ঢাকা-টঙ্গী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে টঙ্গীর মধুমিতা এলাকায় ফজরের নামাজ আদায় করে ওই মানসিক প্রতিবন্ধী রেললাইনে পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই সাইফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আরএস/ওএইচ/আরআই