ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরে গাড়ির ধাক্কায় মারা গেছেন মো. শহিদ (১৮) নামের এক যুবক। শহিদ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আবুল কালামের ছেলে।

সোমবার (২০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মিরপুর ১ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় বাংলানিউজকে জানান, মিরপুর সনি-সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি শহিদকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হন তিনি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতির প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শহিদের বাবা আবুল কালাম জানান, শহিদ গ্রামে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতো। গত পরশুদিন আমার কাছে আসে সে। তবে, রাতের বেলায় শহিদ কোথায় গিয়েছিলো আমি কিছুই জানি না।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।