সোমবার (২০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ধামরাই এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় আহত সাংবাদিক মতিন বাংলানিউজকে বলেন, রাতে উপজেলা চেয়ারম্যানের ব্যবহৃত সরকারি গাড়িযোগে সিলেট নগরী থেকে স্থানীয় নন্দিরগাঁওয়ের গ্রামের বাড়িতে ফিরছিলেন তারা।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাত উপজেলা চেয়ারম্যান হাকিম, তার চালকসহ মোট ৫ জন আহত হয়েছেন বলে জানান সাংবাদিক মতিন। তিনি বলেন, এ সময় তাদের গাড়ির পেছনের কয়েকটি গাড়িতেও ডাকাতি করে ডাকাতরা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাকাতদের ধরতে ঘটনার পর থেকে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এনইউ/ওএইচ/আরআই