মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৬টার দিকে ৮৪৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ থেকে ওই গ্রামেরই হিটলার মিয়ার ছেলে নুরুজ্জামানকে ধরে নিয়ে যাওয়া হয়।
বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, নুরুজ্জামান গরু আনতে ৮৪৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে যান।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জেডএম/