ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খেংটি মাস্টারপাড়া সীমান্তে নুরুজ্জামান আহমেদ (২৪) নামে এক বাংলাদেশি গরু রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৬টার দিকে ৮৪৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ থেকে ওই গ্রামেরই হিটলার মিয়ার ছেলে নুরুজ্জামানকে ধরে নিয়ে যাওয়া হয়।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, নুরুজ্জামান গরু আনতে ৮৪৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে যান।

এ সময় ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।