ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ সুখী আগের মতোই!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
বাংলাদেশ সুখী আগের মতোই! ছবি: হাসিমুখে বাংলাদেশের শিশু (সংগৃহীত)

সুখের খবর শুনতে কার না ভালো লাগে। তাই সুখের খবর হলো বাংলাদেশ একই রকম সুখি। গত বছরেও যেমন ছিলো এবছরও তেমন। 

জাতিসংঘ ২০১৭ সালের যে সুখি দেশের তালিকা প্রকাশ করেছে তাতে বিশ্বে ১৫৫ দেশের মধ্যে বাংলাদেশ এবারও ১১০তম। গতবছরও এমনটাই ছিলো।

 

বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নাম উঠে এসেছে নরওয়ের। দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড। আর এরপর প্রথম দশে রয়েছে সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, ক্যানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন।  

যুক্তরাজ্যে সুখ কিছুটা বেড়েছে বটে কিন্তু প্রথম দশে নেই। আর সুখ অবধারিতভাবে কমেছে যুক্তরাষ্ট্রে। সে দেশ এবার ১৪তম অবস্থানে গেছে যা গতবছর ছিলো ১৩তম।  

বিশ্বের সবচেয়ে দুখী দেশ হচ্ছে- মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। এরপর অপেক্ষাকৃত কম দুখিদের তালিকায় বুরুন্ডি, তানজানিয়া, সিরিয়া, রোয়ান্ডা, তোগো, গিনি, লাইবেরিয়া, দক্ষিণ সুদান ও ইয়েমেন।  

এভাবেই একে একে সুখের দিকে এগিয়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১০তম। ভারত বাংলাদেশের চেয়ে পিছিয়ে ১২২তম। আর নেপাল সুখে বাংলাদেশের চেয়ে এগিয়ে ৯৯তম অবস্থানে রয়েছে।

**সবচেয়ে সুখী দেশ নরওয়ে

বাংলাদেশ সময় ১২২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এমএমকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।