মঙ্গলবার (২১ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। শিরিন ওই এলাকার মাসুদের স্ত্রী।
স্থায়ীরা জানান, সকালে শিরিনের ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের লোকদের মনে সন্দেহ হয়। পরে তার স্বামী মাসুদ ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ঘরের আঁড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসেদ বাংলানিউজকে জানান, এটা হত্যা না আত্মহত্যা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আরবি/