ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

খুলনা: খুলনা মহানগরীর বাগমারা খালের ব্রিজের কাছ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মান্নান বাংলানিউজকে জানান, ব্রিজের কাছে এলাকাবাসী এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে প‍াঠানো হয়।

দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহতের শরীরের দুই হাতের কব্জি শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে। এছাড়া তার মুখ, বুক, পিঠ, ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এমআরএম/‌এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।