মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলনা সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মান্নান বাংলানিউজকে জানান, ব্রিজের কাছে এলাকাবাসী এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহতের শরীরের দুই হাতের কব্জি শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে। এছাড়া তার মুখ, বুক, পিঠ, ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এমআরএম/এসআরএস/এমজেএফ